শিবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮ আগস্ট ২০২০, ১২:২৬ এএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৩২ পিএম


শিবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুর থেকে ইয়াবাসহ আলামিন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১৭ আগস্ট) বিকালে শিবপুর থানার সৈয়দনগর দড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলামিন একই থানার মুন্সেফের চর এলাকার সেলিম মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা শাখা থেকে জানানো হয়,গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মাহমুদুল হাসান মারুফ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। এসময় সৈয়দনগর টু গাজীপুর সড়কের দড়িপাড়া এলাকার একটি দোকানের সামনে থেকে আলামিনকে আটক করা হয়। পরে তার দখল থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।