সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে আফগান ক্রিকেটার নাজিব তারাকাই

০৬ অক্টোবর ২০২০, ০৭:১৫ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৯:০১ এএম


সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে আফগান ক্রিকেটার নাজিব তারাকাই

স্পোর্টস ডেস্ক:

তরুণ বয়সেই মৃত্যুর কাছে হেরে গেলেন আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটার নাজিব তারাকাই। সড়ক দুর্ঘটনায় পড়ে ৭২ ঘণ্টার বেশি কোমায় থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২৯ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান। সকালে টুইটারে নাজিবের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এসিবির অফিসিয়াল হ্যান্ডলার থেকে লেখা হয়েছে, ‘আক্রমণাত্মক ব্যাটসম্যান ও অসাধারণ একজন মানুষ নাজিব তারাকাইয়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরে এসিবি এবং আফগানিস্তানের ক্রিকেটপ্রেমী জাতি শোকাচ্ছন্ন। আল্লাহ্‌ তার ওপর শান্তি বর্ষিত করুন (আমিন)।’

এর আগে গত শুক্রবার (২ অক্টোবর) রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন আফগানিস্তান ক্রিকেট দলের ওপেনার নাজিব তারাকাই। তারপর থেকে আর জ্ঞান ফেরেনি এ ব্যাটসম্যানের। শুক্রবার রাতে গুরুত্বপূর্ণ এক অপারেশনের পরেও অবস্থার কোনো উন্নতি ঘটেনি তার।

গণমাধ্যমের খবর অনুযায়ী, জালালাবাদে গাড়ি দুর্ঘটনায় পড়েন নাজিব তারাকাই। পরে সেখানেরই এক হাসপাতালে নেয়া হয় তাকে। কিন্তু অবস্থার উন্নতি তো ঘটেইনি, উল্টো প্রায় ৭২ ঘণ্টার বেশি সময় ধরে কোমায় থাকেন তিনি। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে উন্নত চিকিৎসার অভাব। আফগান বোর্ড জানিয়েছিল, যখনই সম্ভব হবে, নাজিবকে রাজধানী কাবুলে কিংবা প্রয়োজন দেশের বাইরের কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কিন্তু সেই সুযোগ শেষ পর্যন্ত হলো না।

আফগানিস্তানের হয়ে নাজিব তারাকাই ১টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন নাজিব। ২৪ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৭.২০ গড়ে করেছেন ২ হাজার ৩০ রান। সর্বোচ্চ ২০০। অফ স্পিনার হিসেবে ২১টি উইকেটও আছে তার ঝুলিতে। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। শেষ ম্যাচটিও খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই, গত বছরের সেপ্টেম্বরে সেই মিরপুর স্টেডিয়ামে।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও