জেলা পর্যায়ে ৪৮তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

১২ জানুয়ারি ২০১৯, ১০:৫৩ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০৯:২৭ পিএম


জেলা পর্যায়ে ৪৮তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হলো জেলা পর্যায়ে ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া ও এ্যাথলেটিক্্স প্রতিযোগিতা। এ উপলক্ষে শনিবার (১২জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর পক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খাঁন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান কাউসার, মনোহরদীর একাডেমিক সুপারভাইজার শ্রী ভূপতি ভূষণ সুত্রধর, শিবপুরের একাডেমিক সুপারভাইজার মোঃ সিরাজুল ইসলাম, নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনজিল-এ-মিল্লাত, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম শাহিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক কামরুল হাসান। জেলা পর্যায়ে ৪৬টি ইভেন্টে ১শত ৩৯ জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতায় নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ছেলেদের ১৫শত মিটার দৌড় প্রতিযোগিতায় নরসিংদী সদর উপজেলার ভুঁইয়ম উচ্চ বিদ্যালয়ের ছাত্র জুবায়ের হাসান রাজু ১ম স্থান লাভ করে। দ্বিতীয় স্থান লাভ করে রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাব্বি মিয়া এবং ৩য় স্থান লাভ করে পলাশ থানা উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ ফয়সাল ভূঞা।

 


বিভাগ : খেলা


এই বিভাগের আরও