ইউসিসি সহ ৬ কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল

২৭ ডিসেম্বর ২০১৭, ১০:৪৯ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০৮:১০ পিএম


ইউসিসি সহ ৬ কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল
অনলাইন ডেস্ক ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৬টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করেছে। কোচিং সেন্টারগুলো হচ্ছে- ইউসিসি কোচিং সেন্টার, ফার্মগেট, ঢাকা; ইউনিএইড কোচিং সেন্টার, ফার্মগেট, ঢাকা; আইকন কোচিং সেন্টার, ফার্মগেট, ঢাকা; আইকন প্লাস কোচিং সেন্টার, ফার্মগেট, ঢাকা; ওমেগা কোচিং সেন্টার, ফার্মগেট, ঢাকা; এবং প্যারাগন কোচিং সেন্টার, ফার্মগেট, ঢাকা। ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে জানিয়ে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানায়, অবৈধভাবে পোস্টার লাগানোর বিষয়ে এই কোচিং সেন্টারগুলোকে ইতোপূর্বে সতর্ক করা হয়েছিল। তাছাড়া বিভিন্ন সময়ে দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী বিভিন্ন কোচিং সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এরপরও সংশোধন না হওয়ায় ‘দ্য সিটি কর্পোরেশন (ট্যাক্সেশন) রুলস ১৯৮৬’ অনুযায়ী এই কোচিং সেন্টারগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়।


এই বিভাগের আরও