নরসিংদীর দুই উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

২৩ এপ্রিল ২০২৪, ০৯:০১ পিএম | আপডেট: ০৪ মে ২০২৪, ০২:৪৩ এএম


নরসিংদীর দুই উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক:
প্রথম ধাপে ৮ মে অনুষ্ঠিতব্য নরসিংদীর দুটি উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।
 
জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নরসিংদী সদর ও পলাশ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতিক বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।
 
জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে নরসিংদী সদর ও পলাশ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।