নরসিংদীতে কারিগরি শিক্ষার উপর সেমিনার ও চাকরি মেলা

৩০ এপ্রিল ২০২৪, ১১:৫৯ এএম | আপডেট: ১৭ মে ২০২৪, ০৯:১৩ পিএম


নরসিংদীতে কারিগরি শিক্ষার উপর সেমিনার ও চাকরি মেলা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার গুরুত্বের উপর “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও ভিশন ২০৪১ এর লক্ষ্যমাত্রা অর্জন” শিরোনামে সেমিনার ও চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিন ব্যাপী নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের অংশ গ্রহণে সেমিনারটি অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে চাকরি মেলা অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সিএইসি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মমতাজ বেগম কারিগরি শিক্ষার গুরুত্ব, স্মার্ট নাগরিক, স্মার্ট প্রশাসন, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ ব্যবস্থার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞান ভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনীর উপর প্রবন্ধ উপস্থাপন করেন।

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ আরিফা পারভিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহম্মদ আলী, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর মোহাম্মদ আলাউদ্দিন এবং নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাসিনা ইয়াসমীন।


বিভাগ : চাকরি


এই বিভাগের আরও