করোনায় ২৪ ঘন্টায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ২৮৬৮
২০ আগস্ট ২০২০, ০৭:১৫ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০১:২৫ পিএম

নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ৪১ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ৩ হাজার ৮২২ জন। বৃহস্পতিবার (২০ আগস্ট) অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ১৭৬টি এবং ৯১টি পরীক্ষাগারে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫৯টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১৪ লাখ ৭ হাজার ৫৫৬টি। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৬৮ জন এবং মোট ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৫৩ জন এবং মোট ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন সুস্থ হয়েছেন।
মারা যাওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৯ জন। এখন পর্যন্ত মোট ৩ হাজার ১৯ জন পুরুষ (৭৮ দশমিক ৯৯ শতাংশ) এবং ৮০৩ জন নারী (২১ দশমিক ০১ শতাংশ) মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন এবং ষাটোর্ধ্ব ৩০ জন রয়েছেন। হাসপাতালে মারা গেছেন ৩৮ জন আর বাড়িতে মারা গেছেন ৩ জন। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রামে ৮, রাজশাহীতে ৪, খুলনায় ৩, বরিশালে ২ এবং রংপুর বিভাগে ৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১ হাজার ৮৫০ জন, ছাড় পেয়েছেন ২ হাজার ৩ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ৩৮৪ জন, ছাড় পেয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ৬২০ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৭ হাজার ৭৬৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৭৬৬ জন, ছাড় পেয়েছেন ৭৫৫ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৬৫ হাজার ৩৬ জন, ছাড় পেয়েছেন ৪৪ হাজার ৭৪৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২৯১ জন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস এখন গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৬ লাখ প্রায়। মৃতের সংখ্যা ৭ লাখ ৯১ হাজারের বেশি। তবে সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লাখেরও বেশি মানুষ। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- শিবপুরে ১০২ পিছ ইয়াবাসহ ফল ব্যবসায়ী আটক
- জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ গুলিবিদ্ধ যুবকের
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- শিবপুরে ১০২ পিছ ইয়াবাসহ ফল ব্যবসায়ী আটক
- জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ গুলিবিদ্ধ যুবকের