আটককৃত মাদক বিক্রি অভিযোগে ভৈরব থানার এসআইসহ ২ পুলিশ প্রত্যাহার

২৩ অক্টোবর ২০২০, ০৬:০৬ পিএম | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪, ০৮:০৭ পিএম


আটককৃত মাদক বিক্রি অভিযোগে ভৈরব থানার এসআইসহ ২ পুলিশ প্রত্যাহার
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক:

ভৈরবে আটককৃত মাদক বিক্রির অভিযোগে এসআই দেলোয়ার হোসেনসহ ২ পুলিশ সদস্যকে ভৈরব থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জেলা পুলিশ সুপার মাসরুকুর রহমান খালেদ স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করা হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ৩ পুলিশ সদস্যকে জেলা পুলিশ কার্যালয়ে তলব করা হয়েছে। ভৈরব থানার ওসি মোঃ শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বুধবার ভৈরব থানার এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্ত থেকে বাসে তল্লাশী করে মাদক (গাজাঁ) আটক করে। পরে শহরের আমলা পাড়ায় আটককৃত মাদক বিক্রি করে দেয়।

বিষয়টি জেলা পুলিশ সুপার মাসুকুর রহমান খালেদ জানতে পেরে দুইজনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড ও ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে তলব করে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও