মায়ের কোল থেকে নবজাতক চুরি

১৬ নভেম্বর ২০২০, ০২:৫১ পিএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ০৪:১০ পিএম


মায়ের কোল থেকে নবজাতক চুরি

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ঘুমন্ত মায়ের কোল থেকে সানজিদা নামের ১৭ দিনের এক শিশুকে চুরির অভিযোগ ওঠেছে।

চুরি হওয়া শিশুর পরিবার সূত্রে জানা যায়, রোববার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন মা শান্তা আক্তার। তারপর রাত একটার দিকে জেগে দেখেন, ঘরের দরজাগুলো খোলা। বালিশটি খাটের নিচে পড়ে থাকলেও শিশু মেয়েটি পাশে নেই।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে।


বিভাগ : বাংলাদেশ