ধীর গতিতে নামছে সুরমার পানি

১৩ জুলাই ২০১৯, ০১:০১ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ০২:৩৩ এএম


ধীর গতিতে নামছে সুরমার পানি

সুনামগঞ্জ প্রতিনিধি :

ধীর গতিতে পানি নামায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার ৮৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল শুক্রবার সুরমা নদীর পানি বিপদ সীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

জেলার বিশ্বম্ভপুর, তাহিরপুর, দোয়ারাবাজার,সু সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, ধর্মপাশা উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘন্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। আজ শনিবার সকাল পর্যন্ত জেলার ১১ টি উপজেলার ১৫ হাজার পরিবারের প্রায় ৮০ হাজার লোক পানি বন্দি অবস্থায় আছেন। জেলা প্রশাসনের উদ্যোগে পানিবন্দী মানুষের মধ্যে শুকনো খাবার, চাল ও নগদ টাকা সহায়তা করা হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো আবু বকর সিদ্দিক ভুইয়া জানান, পাহাড়ি ঢল ও বৃষ্টির জন্য নদীর পানি ধীর গতিতে নামছে। জেলা ত্রাণ ও পুণবার্সন অফিসার মো ফজলুর রহমান বলেন প্রশাসনের উদ্যোগে প্লাবিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও