জগন্নাথ হল পুকুরে ও ঢাকেশ্বরী মন্দির পুকুরে মাছের পোনা অবমুক্ত

১৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৯ পিএম | আপডেট: ১২ এপ্রিল ২০২৪, ১০:৫৬ পিএম


জগন্নাথ হল পুকুরে ও ঢাকেশ্বরী মন্দির পুকুরে মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পুকুরে ও ঢাকেশ্বরী জাতীয় মন্দির পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ‘অভ্যন্তরীণ জলাভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তি কার্যক্রম ২০২০’ এর অংশ হিসেবে এ পুকুর দুটিতে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। জগন্নাথ হল পুকুরে পোনা অবমুক্তকরণের সময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহাসহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুকুরে পোনা অবমুক্তকরণের সময় সরকারের সাবেক সচিব ও মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদারসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক সৈয়দ আলমগীরসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও