ভৈরবে মাদক ব্যবসাকে কেন্দ্র করে পৃথক ঘটনায় দুইজন খুন

১১ সেপ্টেম্বর ২০২০, ০৯:০২ পিএম | আপডেট: ১৫ মার্চ ২০২৪, ০৩:০২ পিএম


ভৈরবে মাদক ব্যবসাকে কেন্দ্র করে পৃথক ঘটনায় দুইজন খুন

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের ভৈরবে মাদকের টাকা ভাগ বাটোয়ারা ও মাদক ব্যবসায়ীকে র‌্যাবে ধরিয়ে দেওয়ায় পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে মাদক ব্যবসায়ী সোহরাব এবং সকালে কৃষক খোকনকে খুন করা হয়। পুলিশ খোকনের মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বৃহস্পতিবার রাতে। এ ছাড়া সোহরাবের মরদেহ ঢাকা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ৩ টা পযর্ন্ত এলাকায় পৌঁছেনি। তবে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও একটিরও কোনো মামলা হয়নি এবং হত্যাকাণ্ডে জরিত কোন আসামি ধরা পরেনি বলে জানা গেছে।

নিহতের পারিবারের সদস্যরা জানায়, পৌর শহরের কালিপুর গ্রামের সোহরাবকে একই এলাকার মাদক ব্যবসায়ী হান্নান ও উজ্জল বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বৃহস্পতিবার বিকেলে। পরে সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা আরো জানায়, দুই মাস আগে হান্নানকে সোহরাব মাদকসহ র‌্যাবের কাছে ধরিয়ে দেওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এক প্রশ্নের উত্তরে তার স্বজনরা স্বীকার করেন যে সোহরাব আগে মাদক ব্যবসা করলেও এখন তিনি মুদি দোকানদারী করে।

এদিকে শ্রী-নগর ইউনিয়নের শ্রী-নগর উত্তরপাড়া গ্রামের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মুসা ও তার ভাই স্বপন মাদকের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গেল মঙ্গলবার দুই সহোদরের মাঝে সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষ থামাতে প্রতিবেশী খোকন এগিয়ে এলে ইটের ছোড়া আঘাতে তিনি গুরুতর আহত হয়। পরে ঢাকা লাল মাটিয়ায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সে মারা যায়।

বিষয়টি পারিবারিকভাবে আপোষ মিমাংসার কথা বলে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজন দাফনের প্রস্তুতি নেয়। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ভৈরব থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে পিবিআই কিশোরগঞ্জ ইউনিটের এসআই সুমন জানান, সোহরাব হত্যাকাণ্ডের বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্ত শেষ হলে আমরা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানাতে পারবো।

ভৈরব থানার ওসি তদন্ত আলী মোহাম্মদ রাশেদ জানান, টাকা-পয়সাকে কেন্দ্র করেই সোহরাব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও