বর্তমান সরকারের আমলে শিল্পায়নের প্রসারের ফলে কর্মসংস্থান বাড়ছে: শিল্পমন্ত্রী

১৫ জুন ২০১৯, ০৭:০১ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৯ পিএম


বর্তমান সরকারের আমলে শিল্পায়নের প্রসারের ফলে কর্মসংস্থান বাড়ছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের সংসদ সদস্য শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার, শিল্পবান্ধব সরকার। এই সরকার শিল্পখাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশে শিল্পায়নের প্রসারের ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। আর এই কর্মসংস্থানের ফলেই দেশের বেকারত্ব দূর হচ্ছে।
শনিবার (১৫ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।


এসময় আরো উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মো: বশির আহমেদ, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আস সাদিক উজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান ও মনোহরদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোস্তাফা আহমেদ।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও