নরসিংদীতে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী এসএমই পণ্য মেলা

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৭ পিএম | আপডেট: ০৫ মে ২০২৪, ১১:০৬ পিএম


নরসিংদীতে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী এসএমই পণ্য মেলা

নিজস্ব প্রতিবেদক:
দেশীয় পণ্যের বাজারজাতকরণে সহায়তার লক্ষে নরসিংদীতে শুরু হতে যাচ্ছে ৮ দিনব্যাপী এসএমই পণ্য মেলা। এসএমই ফাউন্ডেশন কর্তৃক ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সহায়তা নিশ্চিত করতে চতুর্থবারের মত এ মেলার আয়োজন করছে নরসিংদী জেলা প্রশাসন।


এ উপলক্ষে শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিক ও আয়োজন সংশ্লিষ্টদের নিয়ে প্রেস কনফারেন্সের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফরহানা কাউনাইন।সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, কমল কুমার ঘোষ, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহআলম মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


বিভাগ : অর্থনীতি


এই বিভাগের আরও