সব জায়গায় বই পড়ার সুযোগ সৃষ্টির দাবিতে নরসিংদীতে মানববন্ধন
১৯ জানুয়ারি ২০২১, ০৬:৪৭ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ এএম

নিজস্ব প্রতিবেদক:
সরকারি বেসরকারিভাবে সব জায়গায় বই পড়ার সুযোগ সৃষ্টির দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমধর্মী এই মানববন্ধনের আয়োজন করে ‘বই পড়া আন্দোলন বাংলাদেশ’ নামের একটি সংগঠন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বই পড়া আন্দোলন বাংলাদেশ এর সভাপতি ড. মো. মোয়াজ্জেম হোসেন এর নেতৃত্বে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার বইপ্রেমি লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে সব জায়গায় বই পড়ার সুযোগ সৃষ্টির লক্ষে সরকারের কাছে বিভিন্ন দাবি জানানো হয়।
এসব দাবির মধ্যে রয়েছে ‘এনজিও ব্যাংক, হাসপাতাল, সকল রাজনৈতিক কার্যালয়, সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত কার্যালয়ে বই রাখা ও বই পড়ার ব্যবস্থা করা। সকল বেসরকারি গণগ্রন্থাগারে সরকারি বেতনভুক্ত লাইব্রেরিয়ান দেওয়া, প্রত্যেক উপজেলায় সরকারি গণগ্রন্থাগার স্থাপন করা, সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে বইয়ের দেওয়ার প্রচলন করা, সর্বত্র বই পড়ার সংস্কৃতি গড়ে তোলা, শৈশব থেকে পাঠ্য বইয়ের পাশাপাশি ভালো ভালো বই পড়া, এনজিও ক্লাব সমিতি সংস্থার অনুমোদনের ক্ষেত্রে বই রাখা বাধ্যতামূলক করা, সুপার স্টোরে বই বিক্রির ব্যবস্থা করা।’
এসময় বই পড়া আন্দোলন বাংলাদেশ এর সভাপতি ড. মো. মোয়াজ্জেম হোসেন বই পড়া আন্দোলন বাংলাদেশ এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী, সচিব ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকসহ ১০০টি প্রতিষ্ঠানকে ইতোমধ্যে সব জায়গায় বই পড়ার সুযোগ সৃষ্টির দাবি জানিয়ে চিঠি দেয়া হয়েছে।
মানববন্ধনের প্রধান অতিথি প্রফেসর ফরিদ উদ্দিন মুরাদ বলেন, বই পড়ার জন্য মানববন্ধন একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের মানববন্ধন বাংলাদেশে বিরল। বই পড়ার জন্য এমন উদ্যোগ পূর্বে আর কেউ নেননি। ড. মো. মোয়াজ্জেম হোসেন ই প্রথম উদ্যোগটি নিয়েছেন। বিশ্বের কোথাও এ ধরনের মানববন্ধন হয়েছে কী না আমাদের জানা নেই।’
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন- জাতীয় মহিলা সংস্থা নরসিংদীর সভাপতি তাহমিনা আক্তার লাইলী, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর সহকারী অধ্যাপক ড. এএম আজমল মোর্শেদ, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ আহমাদুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী মিয়া, ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নরসিংদী এর বীর মুক্তিযোদ্ধা মো. আরমান, বাঘাবো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, সাবেক জেলা শিক্ষা অফিসার একেএম শাহজাহান, জাগরণী পাঠাগারের প্রতিষ্ঠাতা ডা. অছিউদ্দিন আহম্মদ, চেতনা বিকাশ রহিমা হক মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চন, ডা. নাজমুল আলম ভূইয়া কাউছার, বেলাব সরকারি হোসেন আলী কলেজের প্রভাষক শফিকুল ইসলাম বকুল, কবি রহিমা মফিজ, ইউনাইটেড কলেজের অধ্যক্ষ হাসিবুর রহমান অনিক, প্রেসিডেন্সি কলেজের প্রভাষক মু. শাহাদাত হুসাইন, মো. এনামুল হক, মোস্তাফিজুর রহমান, সৈয়দ মাহবুব তামিম, জামাল উল্লাহ, আসাদুজ্জামান, হেদায়েত উল্লাহ, সাদিকুর রহমান মাহফুজ, মো. মহসিন, বলাই চাঁদ বর্মণ, সাদ্দাম হোসেন, আব্দুল হামিদ রাজু, মু. জসিম উদ্দিন, জয়নগর ডিগ্রী কলেজের লাইব্রেরিয়ান মুজিবুর রহমান, সমাজ সেবক আব্দুল হালিম, কবি নুরুল ইসলাম, প্রভাষক আব্দুস ছাত্তার, আব্দুল্লাহ আল মামুন, ব্রাহ্মন্দী কেকেএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সাইফুল ইসলাম, চরসুবুদ্ধি ফাযিল মাদ্রাসা প্রভাষক হোসনি মোবারক, সংগঠক ও ব্যবসায়ী রোকসানা আক্তার, নরসিংদী আদর্শ একাডেমির ভাইস প্রিন্সিপাল তাওহিদ তারেক, পাঠক বন্ধু গণপাঠাগারের প্রতিষ্ঠাতা কাজী হুমায়ুন কবির প্রমুখ।
বিভাগ : শিক্ষা
- ফ্যাসিবাদের মত কঠিন রোগ সড়াতে পেরেছি, তামাক দূর করতে পারব না কেন?: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- সন্ত্রাস এবং মাদক থেকে দূরে রাখতে হলে যুব সমাজকে খেলাধুলায় উদ্ধুদ্ধ করতে হবে :মনজুর এলাহী
- রায়পুরায় দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- ফ্যাসিবাদের মত কঠিন রোগ সড়াতে পেরেছি, তামাক দূর করতে পারব না কেন?: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- সন্ত্রাস এবং মাদক থেকে দূরে রাখতে হলে যুব সমাজকে খেলাধুলায় উদ্ধুদ্ধ করতে হবে :মনজুর এলাহী
- রায়পুরায় দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান