লন্ডনে আটকে আছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী

৩১ মার্চ ২০২০, ০৭:৩১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ এএম


লন্ডনে আটকে আছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী
ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাস (কোভিড১৯) এক বিশ্বব্যাপী আতঙ্কের নাম। বিশ্বের ১৯৮টি দেশ এরইমধ্যে আক্রান্ত হয়েছে এ প্রাণঘাতী ভাইরাসে। যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা সব দেশকে ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ২৬৬ জন। মারা গেছেন ৩ হাজার ১৭০ জন।

করোনাভাইরাসের প্রকোপে যুক্তরাজ্যের লন্ডনে আটকে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। ছোটবোন অন্তরার কাছে বেড়াতে গিয়েছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে ঢাকায় ফিরতে পারছেন না তিনি।

ফাহমিদা নবী বলেন, মন তো এলোমেলো হয়ে আছে। ঢাকায় ফিরতে পারছিনা, আটকে গেছি লন্ডনে। কবে ফিরতে পারবো নিজের দেশে জানিনা। তিনি আরও বলেন, মনে হচ্ছে কবে যেতে পারবো ঢাকায়? কবে এই মহাবিপদ থেকে পুরো বিশ্ব মুক্তি পাবে? এই মুহুর্তে কি চাই, আর কি চাই না ঠিক জানিনা। গৃহবন্দী থাকছি, স্বজ্ঞানে। তাই নিজেকে মানসিকভাবে ব্যস্ত রাখতে সকাল থেকে রাত পর্যন্ত নানানভাবে ব্যতিব্যস্ত রাখছি। কখনো রান্না করছি, কখনো টিভি দেখছি।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও