বৈশাখী সংগীত একাডেমী নরসিংদীর বার্ষিক সনদপত্র বিতরণ অনুষ্ঠান

০২ মার্চ ২০১৯, ১০:৪৮ এএম | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম


বৈশাখী সংগীত একাডেমী নরসিংদীর বার্ষিক সনদপত্র বিতরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক 
“শুদ্ধ ও সুস্থ্য সংস্কৃতি চর্চা কেন্দ্র” এই স্লোগান ধারণ করে প্রতিষ্ঠিত নরসিংদীর বৈশাখী সংগীত একাডেমীর বার্ষিক সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) বিকেলে নরসিংদী সদর উপজেলা মোড়স্থ একাডেমীর কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান সরকার।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুগান্তর নরসিংদীর স্বজন সভাপতি আসাদুজ্জামান খোকন, নাট্যব্যক্তিত্ব নূর হোসেন মিন্টু, বাহ্মন্দী সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হাই মিয়া, ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খায়রুল আনাম, বাংলা টিভির নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল ও নাজমুল হকসহ অন্যান্যরা। অতিথিগণের সংক্ষিপ্ত আলোচনা শেষে একাডেমীর শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


বিভাগ : বিনোদন