নরসিংদীতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগে ৭৬ প্রার্থী বাছাই
৩০ জুন ২০১৯, ০৭:০৯ পিএম | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৭ এএম

তৌহিদুর রহমান ॥
নরসিংদীতে কোন তদবীর বা ঘুষ নয় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগে চূড়ান্ত প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে।
রোববার (৩০ জুন) নরসিংদীর পুলিশ সুপার ও বাছাই কমিটির সভাপতি মিরাজ উদ্দিন আহমেদ (বিপিএম, পিপিএম) চূড়ান্ত হওয়া প্রার্থীদের নাম প্রকাশ করেন। এতে সাধারণ পুরুষ ৪৩, মুক্তিযোদ্ধা কোটায় ৭, পোষ্য কোটায় ৩, আনসার কোটায় ২, সাধারণ নারী ২১জন মিলিয়ে সর্বমোট ৭৬ জন মনোনীত হয়েছেন। এরপর স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা পুলিশ কনস্টেবল হিসেবে নিয়োগ পাবেন বলে জানান পুলিশ সুপার।
নরসিংদীতে টেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বাছাই কমিটির অন্য সদস্যরা ছিলেন, নারায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম. মানিকগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন (পিপিএম)। নারী পুরুষ মিলিয়ে প্রায় ১৪ শত লোক পুলিশ লাইনে চাকুরীর আবেদন নিয়ে আসেন। শারীরিক বাছাইয়ের পর ৪৭১ জন কে লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র দেয়া হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৫৫ জন পুরুষ ও ২১ জন নারীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের নিয়োগের পরবর্তী কার্যক্রম শুরু হবে।
শিবপুর উপজেলার প্রত্যন্ত আধঘাটিয়া এলাকার রিকশাচালক আব্দুর রহমান ভূইয়া যাকে মানুষ কাইল্লা বলে ডাকে তার ছেলে মারুফ মাত্র ১০০ টাকা জমা দিয়ে পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেতে যাচ্ছে। এ সংবাদে আনন্দ ছড়িয়ে পড়েছে শরীফের পরিবার ও এলাকাবাসীর মাঝে।
শরীফ চাকুরী পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানায়, সরকারী চাকুরী পেতে মোটা অংকের টাকা ঘুষ দিতে হয়। তার উপর পুলিশের চাকুরীতো সোনার হরিণ। তবে এবার পত্র-পত্রিকায় ও ফেসবুকে দেখেছি চাকুরী নিতে কোন টাকা লাগবে না। চাকুরী পাওয়ার জন্য কারও সাথে কোন টাকা লেনদেন না করার জন্য আহবান জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মহোদয়। সে আশায় বুক বেধে পুলিশ লাইনে যেয়ে লাইনে দাড়াই। সেখানে কাগজপত্র যাচাইয়ের পর শারীরিক পরিক্ষায় উত্তীর্ণ হই। তারপর লিখিত পরীক্ষায় পাস করে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি। আমি নরসিংদীর পুলিশ সুপারের প্রতি শুভকামনা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সততা ও নিষ্ঠার সাথে চাকুরী করে মানুষের সেবা করতে চাই। আমাদের গ্রামে সরকারী চাকুরিজীবী কেউ নেই। আমার চাকুরী পাওয়ার খবরে গ্রামের মানুষ খুব খুশি হয়েছেন।
নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, এ নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ রাখতে আমরা সর্বদা সচেষ্ট ছিলাম। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা তা সঠিকভাবে করতে পেরেছি। শারীরিকভাবে বাছাই ও লিখিত পরীক্ষায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৫৫ জন পুরুষ ও ২১ জন নারী প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। যার মধ্যে ৩২ জনের বাবা কৃষক, ১৭ জনের বাবা বর্গাচাষী, ১২ জনের বাবা শ্রমিক, ৪ জনের বাবা মুক্তিযোদ্ধা, ৭ জনের বাবা অবসরপ্রাপ্ত। অন্যান্যদের মধ্যে রয়েছেন স্কুল শিক্ষক, রিকশাচালক, চা বিক্রেতা, কাঠমিস্ত্রী, নৈশপ্রহরী ও নরসুন্দর।
পুলিশ সুপার তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, চূড়ান্তভাবে প্রার্থী বাছাই হবার পর অনেক ছেলেকেই কাঁদতে দেখেছি। এ কান্না ছিল তাদের আনন্দের কান্না। কোন ধরনের তদবির কে সুযোগ না দিয়ে স্বচ্ছভাবে তাদের কে চাকুরী দিতে পেরে পুলিশ সুপার হিসেবে আমি গর্বিত। আমি প্রত্যাশা করি যারা চাকুরী পাবেন তারা যেন আন্তরিকভাবে মানুষের সেবা করে বাংলাদেশ পুলিশের মুখ উজ্ঝল করে। দেশপ্রেম আর সততায় তারা যেন অনুকরণীয় উদাহরণ হয়ে উঠে সে কামনা করি।
বিভাগ : চাকরি
- শিবপুরে শিয়ালের আক্রমণে ১৮ জন আহত
- জনগণের জীবনমানের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিরা ব্যাপক ভূমিকা রাখতে পারেন: স্থানীয় সরকার মন্ত্রী
- রায়পুরায় শীতবস্ত্র বিতরণ করলেন জাতীয় প্রেসক্লাব সভাপতি
- পলাশে মাদরাসার শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে ব্যবসায়ী আটক
- রায়পুরায় বিক্রির সময় ৬ চোরাই মোটরসাইকেল জব্দ, তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর বাজারে বাড়ছে মসলার দাম
- মনোহরদীতে কলাবাগান থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- লাইসেন্স, ক্লিনিক নিবন্ধন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে নরসিংদীতে সভা
- রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
- নরসিংদী জেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান এড. আসাদুজ্জামানের স্মরণসভা অনুষ্ঠিত
- শিবপুরে শিয়ালের আক্রমণে ১৮ জন আহত
- জনগণের জীবনমানের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিরা ব্যাপক ভূমিকা রাখতে পারেন: স্থানীয় সরকার মন্ত্রী
- রায়পুরায় শীতবস্ত্র বিতরণ করলেন জাতীয় প্রেসক্লাব সভাপতি
- পলাশে মাদরাসার শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে ব্যবসায়ী আটক
- রায়পুরায় বিক্রির সময় ৬ চোরাই মোটরসাইকেল জব্দ, তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর বাজারে বাড়ছে মসলার দাম
- মনোহরদীতে কলাবাগান থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- লাইসেন্স, ক্লিনিক নিবন্ধন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে নরসিংদীতে সভা
- রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
- নরসিংদী জেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান এড. আসাদুজ্জামানের স্মরণসভা অনুষ্ঠিত