খুশকি কেন হয়? কী করবেন?
১৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৩১ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১, ১২:৩২ এএম

খুশকি চুল পড়ার অন্যতম প্রধান কারণ। শীতে এ সমস্যা আরো ভয়াবহ হয়ে ওঠে। তাই শীতে চুলও পড়তে থাকে অনেক বেশি। চুল বিভিন্ন কারণে পড়তে পারে, তবে খুশকি থাকলে চুল পড়বেই।
মাথার ত্বক অনুযায়ী, খুশকিও আবার নানা রকম হয়ে থাকে। আবার অতিরিক্ত খুশকির কারণে মাথায় ফাঙ্গাসসহ নানা রকম সংক্রমণ দেখা দেয়। অনেক সময় মাথার ত্বকে ব্রণের মতো হয়ে প্রচণ্ড চুলকানি হয়। তবে সব ধকলের শেষ পরিণতি হয় চুল পড়ে পাতলা হয়ে যাওয়া। তাই শুরুতেই খুশকি দূর করা প্রয়োজন।
খুশকি একবার হলে তা একেবারে দূর করা মুশকিল হয়ে পড়ে। অনেকে অনেক রাসায়নিকও ব্যবহার করে থাকেন। তবে খুশকির কারণ জানা থাকলে তা সহজেই দূর করা সম্ভব।
যেসব কারণে হয় :
অতিরিক্ত ময়লা : চুলে যদি অতিরিক্ত ময়লা হয় বা নিয়মিত না ধোয়া হয়, তবে খুশকি হয়। তাই যাঁরা নিয়মিত বাইরে যান বা ধুলাবালিতে চলাফেরা করেন, তাঁদের খুশকি হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে।
ফাঙ্গাস : ফাঙ্গাসের সংক্রমণ হলেও খুশকি হয়। বেশ কয়েক দিন চুল ধোয়া না হলে আর মাথার ত্বক ঘেমে থাকলে ফাঙ্গাস হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
তৈলাক্ত ত্বক : অনেকের মাথার ত্বক তৈলাক্ত থাকে। আবার যাঁরা অনেক বেশি ঘামেন, তাঁদের মাথার ত্বকেও খুশকি হতে পারে।
নিম্নমানের পণ্য ব্যবহার : আমাদের ত্বক ও চুল খুবই স্পর্শকাতর। তাই এগুলোর জন্য মানসম্পন্ন পণ্যসামগ্রী ব্যবহার করা প্রয়োজন। আবার নিজের ত্বক বা চুলের সঙ্গে পণ্যটি মানিয়ে যাচ্ছে কি না, তাও ভাবতে হবে। দু-একবার ব্যবহারের পরেই লক্ষ করতে হবে পণ্যটি ব্যবহারের ফলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কি না। নিম্নমানের পণ্য খুশকির কারণ হয়ে দাঁড়ায়।
বংশগত কারণ : অন্যান্য রোগের মতো খুশকিও বংশগত কারণে হতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।মানসিক চাপ বা ক্লান্তি : দীর্ঘদিন মানসিক চাপ বা অতিরিক্ত ক্লান্তিতে থাকলে খুশকি হতে পারে।
খুশকিযুক্ত জিনিসপত্র ব্যবহার : পরিবারের কারো মাথায় খুশকি থাকলে তাঁর ব্যবহৃত তোয়ালে বা চিরুনি অন্য কেউ ব্যবহার করলে খুশকির সংক্রমণ হতে পারে। এমনিতেও এই জিনিসগুলো সবার আলাদা থাকাই উত্তম।
সমাধান
খুশকির সমাধান পাওয়া যাবে ঘরোয়া উপায়ে। কোনো রাসায়নিক নয়; প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই পেতে পারেন এর সমাধান।
যা যা লাগবে
নিমপাতা, মেথির গুঁড়া, রিঠার গুঁড়া, আমলার গুঁড়া ও পানি।
দ্রবণটি যেভাবে তৈরি করবেন : উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে পরিমাণমতো পানি দিয়ে ১০ মিনিট সিদ্ধ করতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে মাথায় ব্যবহার করুন।
যেভাবে ব্যবহার করবেন : দ্রবণটি ঠান্ডা হয়ে গেলে মাথার ত্বকে দিয়ে ভালোভাবে মেসেজ করুন। ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মনে রাখবেন
সুফল পেতে দ্রবণটি সপ্তাহে দু-তিনবার ব্যবহার করতে হবে।
দ্রবণটি দিয়ে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না।
খুশকি দূর হয়ে গেলেও কিছু পরিমাণ যদি অবশিষ্ট থাকে, পুরো মাথায় আবার ছড়িয়ে পড়বে। তাই নিয়মিত চুল ধুয়ে রাখুন। অন্তত সপ্তাহে তিনবার।
চিকিৎসকের পরামর্শ নিয়ে বা ভালোভাবে জেনে কোনো পণ্য ব্যবহার করুন। কেনার পরেও যদি বুঝতে পারেন পণ্যটি মানাচ্ছে না, তবে বাদ দিন।
চুলের পরিচর্যা একদিন করে তারপর ফেলে রাখলে হবে না। পরিচর্যা করতে হবে নিয়মিত।
- ভারতে করোনা টিকা প্রদান: একজনের মৃত্যু, ৪৪৭ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া
- রায়পুরায় আন্ত:নগর ট্রেনের আসন বৃদ্ধির দাবিতে মানববন্ধন
- বিকেন্দ্রীকরণের মাধ্যমেই সিএমএসমই খাতের সুষম আঞ্চলিক উন্নয়ন ঘটাতে হবে: ড মশিউর রহমান
- সরকার শিগগিরই জনগণকে করোনার টিকা দিতে পারবে: রাষ্ট্রপতি
- ঘোড়াশাল পৌর নির্বাচনে আ.লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীর শোডাউন অনুুষ্ঠিত
- শহীদ আসাদের রক্তের পরিক্রমা
- দেশের সকল প্রান্তে দেশীয় প্রজাতির মাছ ছড়িয়ে দেয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
- শিবপুরে “সুমাইয়া-বালুজোড়া" পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অর্গানাইজিং কমিটি গঠন
- লালমনিরহাটে পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই পুলিশ সদস্য নিহত
- সুদানে জাতি দাঙ্গা: চরমপন্থিদের আক্রমণে মৃত ৮৩
- ভারতে করোনা টিকা প্রদান: একজনের মৃত্যু, ৪৪৭ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া
- রায়পুরায় আন্ত:নগর ট্রেনের আসন বৃদ্ধির দাবিতে মানববন্ধন
- বিকেন্দ্রীকরণের মাধ্যমেই সিএমএসমই খাতের সুষম আঞ্চলিক উন্নয়ন ঘটাতে হবে: ড মশিউর রহমান
- সরকার শিগগিরই জনগণকে করোনার টিকা দিতে পারবে: রাষ্ট্রপতি
- ঘোড়াশাল পৌর নির্বাচনে আ.লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীর শোডাউন অনুুষ্ঠিত
- শহীদ আসাদের রক্তের পরিক্রমা
- দেশের সকল প্রান্তে দেশীয় প্রজাতির মাছ ছড়িয়ে দেয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
- শিবপুরে “সুমাইয়া-বালুজোড়া" পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অর্গানাইজিং কমিটি গঠন
- লালমনিরহাটে পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই পুলিশ সদস্য নিহত
- সুদানে জাতি দাঙ্গা: চরমপন্থিদের আক্রমণে মৃত ৮৩