বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

০৭ এপ্রিল ২০১৯, ০৬:৩৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম


বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
“সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নরসিংদীতে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে রবিবার (৭ এপ্রিল) সকালে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নেতৃত্বে র‌্যালী বের করা হয়।


র‌্যালী শেষে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প। আলোচনা সভায় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা: মো: হেলাল উদ্দিন, স্থানীয় সরকার উপ পরিচালক ড. মো: মাহবুব উল করীম বক্তব্য রাখেন।
এসময় স্বাস্থ্যসেবা নিয়ে কর্মরত এনজিও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসাপাতাল, সূর্যের হাসি কিনিক ও মেরী স্টোপসসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।


বিভাগ : জীবনযাপন


এই বিভাগের আরও