শিবপুরে আধুনিক ধান উৎপাদন ও প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ

১৩ নভেম্বর ২০২২, ০৪:৪৬ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ এএম


শিবপুরে আধুনিক ধান উৎপাদন ও প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ

এস.এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে আধুনিক ধান উৎপাদন ও প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরান্দিয়া ব্লকে এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) ফলিত গবেষনা বিভাগ এর আয়োজনে ও শিবপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় এই কৃষক প্রশিক্ষণ করা হয়।


উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেকের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত গবেষণা বিভাগ, ব্রি গাজীপুর এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত গবেষণা বিভাগ, ব্রি গাজীপুর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রোমেল বিশ^াস, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মশারফ হোসেন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কাদের প্রমুখ। এর পূর্বে একই স্থানে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।



এই বিভাগের আরও