নরসিংদী জেলা পুলিশের ব্যবস্থাপনায় ‘‘সূলভ মূল্যে ঘরের বাজার”

২৯ এপ্রিল ২০২০, ০৪:০৭ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৫:৪৮ এএম


নরসিংদী জেলা পুলিশের ব্যবস্থাপনায় ‘‘সূলভ মূল্যে ঘরের বাজার”

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে করোনা সংকট মোকাবেলায় রমজান মাস উপলক্ষে জেলা পুলিশের ব্যবস্থাপনায় ‘‘সূলভ মূল্যে ঘরের বাজার” কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) এর কার্যক্রম শুরু করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, এ কার্যক্রমের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, তেল, ছোলা, বেশন, লবন, চিনি, আলু, পিয়াজ, বেগুন, ইত্যাদি সূলভ মূ্ল্যে মানুষের দ্বারপ্রান্তে পৌছে দেয়া হবে।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের শুরু থেকেই জেলা পুলিশের পক্ষ থেকে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী প্রদানসহ নানামূখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাজারগুলোতে মানুষের ভিড় কমাতে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে খুচরা বাজারের চেয়ে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় করা হচ্ছে।

এছাড়াও কৃষকরা যাতে সবজির ন্যায্য মূল্য পায় সে লক্ষ্যে কৃষকের নিকট হতে সবজি ক্রয় করা হচ্ছে। লকডাউন চলাকালীন জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে।



এই বিভাগের আরও