জাবির অধ্যাপক পদে পদোন্নতি পেলেন নরসিংদীর কৃতী সন্তান ড. তানজিনুল

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৩ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২৪, ০১:৪১ পিএম


জাবির অধ্যাপক পদে পদোন্নতি পেলেন নরসিংদীর কৃতী সন্তান ড. তানজিনুল
ড. তানজিনুল হক মোল্লা

নিজস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক ড. তানজিনুল হক মোল্লা সহযোগী অধ্যাপক (৪র্থ গ্রেড) থেকে পদোন্নতি পেয়ে অধ্যাপক (৩য় গ্রেড) পদে উন্নীত হয়েছেন। তিনি নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের কৃতী সন্তান।

তানজিনুল হক মোল্লা (ইমন) ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও নরসিংদী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকোত্তর পর্যায়ে সমাজবিজ্ঞান অনুষদের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছিলেন তিনি।

জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। দেশি ও আন্তর্জাতিক জার্নালে তাঁর প্রায় ৪০টি মৌলিক গবেষণা প্রবন্ধ রয়েছে।

শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তানজিনুল হক মোল্লার যথেষ্ট সুনাম রয়েছে। চরাঞ্চল তথা নরসিংদীর প্রতি শেকড়ের টানসহ সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত রয়েছেন তিনি। নরসিংদী টাইমস পরিবারসহ নরসিংদীবাসী তাঁর উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করছে।



এই বিভাগের আরও