নরসিংদীতে অস্ত্র গুলিসহ ৩ জন গ্রেপ্তার

২৬ মে ২০২৫, ০৮:০৫ পিএম | আপডেট: ২৯ মে ২০২৫, ০৩:৩৮ এএম


নরসিংদীতে অস্ত্র গুলিসহ ৩ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন সংযুক্ত পাঁচ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) দুপুরে এক প্রেসনোটের মাধ্যমে এ তথ্য জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।  
 
এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর থানার শীলমান্দি এলাকার একটি ভবন হতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলো- দক্ষিণ শীলমান্দি এলাকার মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ সাব্বির হোসেন (২০), মোঃ মজনু মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (২৫) ও মোঃ বিল্লাল হোসেনের ছেলে লোকমান হোসেন (২৪)।
 
ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দক্ষিন শীলমান্দিস্থ পাকিজা কারখানার সামনে মোঃ বিল্লাল হোসেন এর একতলা বিল্ডিংয়ের পূর্ব পাশের কক্ষে কতিপয় লোকজন অবৈধ আগ্নেয়াস্ত্র সহ অবস্থান করছে। রাত সাড়ে ১১টার দিকে দক্ষিন শীলমান্দিস্থ পাকিজা কারখানার সামনের মোঃ বিল্লাল হোসেন এর একতলা বিল্ডিংয়ের পূর্ব পাশের কক্ষের ভিতরে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় বিধি মোতাবেক তাদের দেহ তল্লাশী করে সাব্বির হোসেন (২০) এর হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল ও ০৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা পরস্পর জ্ঞাতসারে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজেদের হেফাজত রেখে এলাকায় ডাকাতি, দস্যুতা, খুন ও ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল বলে জানায় পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে জানালেও তাদের বিরুদ্ধে এর আগে কোন মামলার তথ্য জানাতে পারেনি পুলিশ। এদিকে গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন সম্পর্কে সহোদর বলে জানিয়েছেন স্থানীয়রা। 


এই বিভাগের আরও