নরসিংদীর নতুন এসপি কাজী আশরাফুল আজীম

২১ জানুয়ারি ২০২১, ০৮:২৪ পিএম | আপডেট: ১৭ মে ২০২৫, ০৭:৩২ এএম


নরসিংদীর নতুন এসপি কাজী আশরাফুল আজীম
এসপি কাজী আশরাফুল আজীম

টাইমস ডেস্ক:

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারকে (বিপিএম-বার, পিপিএম) যশোর জেলার এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন কাজী আশরাফুল আজীম (পিপিএম-সেবা)।   

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।  

কাজী আশরাফুল আজীম এর আগে ২০১৮ সালের ৭ জুন থেকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ জারি হলেও তা বাতিল করে নরসিংদী জেলায় বদলি করা হয়। 

কাজী আশরাফুল আজীম ২০০৫ সালের ২ জুলাই বাংলাদেশ পুলিশে যোগদান করেন।