করোনাভাইরাস: নরসিংদীতে জনসমাগম রোধে পুলিশের বিশেষ অভিযান

২৬ মার্চ ২০২০, ০৪:৩৫ পিএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ০১:৩৪ পিএম


করোনাভাইরাস: নরসিংদীতে জনসমাগম রোধে পুলিশের বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধ রাখা নিশ্চিত করতে নরসিংদীতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে নরসিংদী জেলা পুলিশ। প্রতিদিন ও রাতে জেলাজুড়ে এ অভিযান চালানো হচ্ছে।


বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান ও শফিউর রহমানের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। দিনব্যাপী ঢাকা-সিলেট মহাসড়কে গণপরিবহনসহ সদর, মাধবদী, পলাশ, শিবপুর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়।


এসময় সরকারী নির্দেশ অমান্য করে যাত্রী পরিবহন করায় ঢাকা সিলেট মহাসড়কে দুটি বাস ও দুটি পিকাপ আটক করা হয়। পাশাপাশি অকারণে বাড়ীর বাইরে বের না হওয়ার জন্য সতর্ক করে মাইকিং করা হয়।



এই বিভাগের আরও