নরসিংদীতে আরও ২৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১ হাজার ৩ শত ৩, মৃত্যু ২৭

২৬ জুন ২০২০, ০৯:০৫ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ১১:৩৩ পিএম


নরসিংদীতে আরও ২৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১ হাজার ৩ শত ৩, মৃত্যু ২৭

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে নতুন করে আরও ২৬ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। গত ১৬ জুন পাঠানো ১১৪টি নমুনার ফলাফলে ২৬ জন শনাক্ত হয়। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ০১ হাজার ০৩ শত ০৩ জনে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৭ জনে।

শুক্রবার (২৬ জুন) নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন শনাক্ত ২৬ জনের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, শিবপুর উপজেলায় ০৭ জন, পলাশ উপজেলায় ০৩ জন, ও রায়পুরায় ০২ জন।

এ পর্যন্ত প্রাপ্ত জেলায় মোট শনাক্ত ০১ হাজার ০৩ শত ০৩ জনের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৮৪৯ জন, পলাশে ১০৬ জন, শিবপুরে ১২২ জন, রায়পুরাতে ৯০ জন, মনোহরদীতে ৬৮ জন, বেলাবোতে ৬৮ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৩ জন, এরমধ্যে নরসিংদী সদরে ১৭ জন, বেলাব উপজেলায় ০৩ জন, রায়পুরায় ০৩ জন, পলাশে ০১ জন, মনোহরদীতে ০২ জন ও শিবপুরে ০১ জন।



এই বিভাগের আরও