ঘোড়াশালে কৃতজ্ঞতা প্রকাশে ভোটারদের দ্বারে নবনির্বাচিত মেয়র
০৫ নভেম্বর ২০২১, ০৬:০১ পিএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম
আল-আমিন মিয়া:
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দ্বারে দ্বারে যাচ্ছেন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার। ভোটের আগে যেভাবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেছেন, বিজয়ী হওয়ার পর ঠিক সেভাবেই ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। তাকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানাচ্ছেন।
ভোটের পরদিন ৩ নভেম্বর থেকেই মাঠে নেমেছেন নবনির্বাচিত মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার। নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ঘোড়াশাল পৌর এলাকার ৯টি ওয়ার্ডের প্রতিটি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি।
গত ২ নভেম্বর সপ্তম ধাপের ঘোড়াশাল পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত আল-মুজাহিদ হোসেন তুষার নৌকা প্রতীক নিয়ে ২৮ হাজার ২৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তানজিরুল হক রনি ২০১৪ ভোট পেয়ে পরাজিত হন।
নির্বাচিত হওয়ার পর অনেক জনপ্রতিনিধি সাধারণত ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া ভুলে যান। এক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রতি এই প্রার্থীর কৃতজ্ঞতা প্রকাশে অবাক ও খুশি পৌরবাসী। ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামের ভোটার রেজাউল করিম বলেন, 'সত্যিই অবাক হয়েছি। আল-মুজাহিদ হোসেন তুষার ভোটের আগে এসে ভোট চেয়েছেন, বিজয়ী হওয়ার পরও কৃতজ্ঞতা জানাচ্ছেন। চাইছেন সার্বিক সহযোগিতাও। এমন মেয়রই আমরা চেয়েছিলাম, যিনি সব সময় সুখে-দুঃখে আমাদের পাশে থাকবেন।
ঘোড়াশাল বাজার এলাকার ফুটপাতের চা দোকানী আমিন মিয়া বলেন, 'নবনির্বাচিত মেয়র তুষার আমার কাছে এসে আমাকে কৃতজ্ঞতা জানান। ফুটপাতে বসে চাও খেয়েছেন। তিনি সবার সাথেই সমানভাবে মিশবেন।
পৌর এলাকার কুটিরপাড়া (কলা বাগান) গ্রামের হরি দাস বলেন, 'এমন মেয়র দেখে আমাদের ভালো লাগছে। আমরা তো গরিব মানুষ। আমাদের খোঁজখবর নেবার পাশাপাশি পৌরবাসীর উন্নয়ন করবে এটাই আমরা আশা করি।
নবনির্বাচিত মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার বলেন, 'আমি ঘোড়াশাল পৌরসভার সর্বস্তরের মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে সবার সহযোগিতায় আধুনিক ও মডেল পৌরসভা গড়তে চাই। নির্বাচনের আগে যেভাবে ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছিলাম, বিজয়ী হওয়ার পর আবারও তাদের কাছে যাচ্ছি কৃতজ্ঞতা জানাতে। সকল শ্রেণিপেশার মানুষের সাথে সবসময় আমার ভালবাসা ও যোগাযোগ থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- এক-এগারো বাংলাদেশে আর আসবে না: ড. আব্দুল মঈন খান
- মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-৩
- ঘুমন্ত স্ত্রী-সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৬
- নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
- নরসিংদীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ
- শিবপুরে বেগম খালেদা জিয়া ও মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের ২ নেতার পদত্যাগ
- শিবপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত
- আলোকবালীতে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- এক-এগারো বাংলাদেশে আর আসবে না: ড. আব্দুল মঈন খান
- মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-৩
- ঘুমন্ত স্ত্রী-সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৬
- নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
- নরসিংদীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ
- শিবপুরে বেগম খালেদা জিয়া ও মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের ২ নেতার পদত্যাগ
- শিবপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত
- আলোকবালীতে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা