ছোটদের বিশ্বকাপেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়াই

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ এএম


ছোটদের বিশ্বকাপেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়াই
ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক:

ভারত-পাকিস্তান লড়াই মানেই রোমাঞ্চ, টানটান উত্তেজনা। গত জুনে ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এবার ছোটদের বিশ্বকাপেও দেখা যাবে ভারত-পাকিস্তান লড়াই। ৪ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল নিয়ে কম রোমাঞ্চিত নয় গোটা উপমহাদেশ।

মোহাম্মদ হুরাইরা তো উত্তেজনায় টগবগ করে ফুটছেন। আফগানিস্তানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হুরাইরার ৬৪ রান জয়ের পথে এগিয়ে দিয়েছে পাকিস্তানকে। ম্যাচের পর ডানহাতি ওপেনার বলেছেন, ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। এই ম্যাচের চাপ কম নয়। তবে আমাদের এর সঙ্গে অভ্যস্ত হতে হবে। চাপ থাকলেও সেমিফাইনালে মাথা ঠাণ্ডাই রাখতে হবে আমাদের, আমি যদি খেলি, তাহলে স্বাভাবিকভাবে খেলতে চেষ্টা করবো। আমরা ম্যাচটির দিকে সাগ্রহে তাকিয়ে আছি।

যুব বিশ্বকাপে ভারত শুধু বর্তমান চ্যাম্পিয়নই নয়, চারটি শিরোপা জিতে সফলতম দলও। পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে দুবার, ২০০৪ ও ২০০৬ সালে। ভারতকেই ফাইনালে হারিয়ে ২০০৬ সালে শিরোপা জিতেছে পাকিস্তান। বড়দের বিশ্বকাপে পাকিস্তান কখনও ভারতকে হারাতে পারেনি। ছোটদের অন্তত সে আক্ষেপ নেই।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও