করোনাভাইরাস: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা বাতিল

০৩ মার্চ ২০২০, ০৭:৩৬ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ এএম


করোনাভাইরাস: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা বাতিল
ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক:

দুবাইয়ে সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আর এ সভায়ই এশিয়া কাপের ভেন্যু নির্ধারিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে এসিসির সভাটি বাতিল হয়েছে। রোববার ভারতের ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির বাংলা-কর্ণাটকের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ দেখতে গিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানান, করোনাভাইরাস আতঙ্কের কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাটি বাতিল হয়েছে। যে কারণে আমার দুবাই যাওয়া হচ্ছে না।

২০২০ সালের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। সীমান্ত সমস্যার কারণে পাকিস্তান সফরে যেতে আগ্রহী নয় ভারত। এশিয়া কাপ হতে পারে দুবাইয়ে। এ ব্যাপারে গত শুক্রবার ইডেন গার্ডেন্সে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলী বলেছেন, এবারের এশিয়া কাপ হবে দুবাইয়ে। ভারত-পাকিস্তানসহ এশিয়ার ক্রিকেট খেলুড়ে সব দল এতে অংশ নেবে।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও