পলাশ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ডাংগা একাদশ চ্যাম্পিয়ন

২৯ মার্চ ২০১৯, ০৬:১৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ১২:৩৪ পিএম


পলাশ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ডাংগা একাদশ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর পলাশ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলে পাচঁদোনা একাদশকে পরাজিত করে ডাংগা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মান্নান স্মৃতি সংঘের আয়োজনে উপজেলার ঘোড়াশাল বাংলাদেশ জুট মিলের বলাকা ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।


খেলায় হাজারো দর্শকের সমাগমের মধ্যে দিয়ে উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন নরসিংদী-২ (পলাশ) এর সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
বাংলা ফোনের ম্যানেজিং ডিরেক্টর আমজাদ হোসেন খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক, ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই, পাচঁদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম নবাব এবং বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মান্নান স্মৃতি সংঘের আহবায়ক ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করে।


বিভাগ : খেলা


এই বিভাগের আরও