সিরিজ জয়ের লক্ষ্যে সন্ধ্যায় মাঠে নামছে টাইগাররা
০৭ নভেম্বর ২০১৯, ০২:১৯ পিএম | আপডেট: ১১ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম

টাইমস স্পোর্টস ডেস্ক:
সিরিজ জয়ের লক্ষ্যে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি খেলতে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে সাতটায় রাজকোটে ম্যাচটি হবে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করে ইতিমধ্যেই সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিততে পারলে প্রথমবারের মতো ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ দল।
সেই লক্ষ্যে এই ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আসতে পারে অথবা উইনিং কম্বিনেশনও ধরে রাখতে পারে বাংলাদেশ। রাজকোটের উইকেটের ওপরই নির্ভর করবে একাদশে নতুন কোনো পরিবর্তন আসবে কি না! কারণ রাজকোটের ব্যাটিং বান্ধব পিচে অতীতে গড়ে ১৭০-১৮০ রান এসেছে। তাই প্রয়োজনে অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে মাঠে নামবেন মাহমুদুল্লাহরা।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত দলের সঙ্গে দিল্লির মারাত্মক বায়ুদূষণেরও মোকাবেলা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমনকি ম্যাচের মধ্যে টাইগারদের দুয়েকজন বমিও করেছেন। এবার রাজকোটেও নতুন শঙ্কায় ভুগছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় মহা-র জেরে বৃহস্পতিবার গুজরাটে বিপুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের দিন সকাল থেকেই রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে বর্ষার দাপট দেখা যাবে বলে জানানো হয়। ম্যাচ হলেও ওভার কমতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয়ের ধারায় ফিরতে মরিয়া থাকবে রোহিত শর্মারা। ক্রিকেটবোদ্ধাদের মতে এই ম্যাচে ফেভারিট ভারত। কারণ রাজকোটের পিচে এর আগে দুইশ রানের তাড়া করেও বিজয় পেয়েছিল টিম ইন্ডিয়া। দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে হারলেও রাজকোটের ম্যাচে ভারতীয় দলে বিশেষ কোনো পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। কেবল অনভিজ্ঞ অল রাউন্ডার শিবম দুবের পরিবর্তে সঞ্জু স্যামসন ও গত ম্যাচে খরুচে ওভার করা খলিল আহমেদের পরিবর্তে সার্দুল ঠাকুরকে দলে নেওয়া হতে পারে।
বাংলাদেশের একাদশ (সম্ভাব্য): লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে বা সঞ্জু স্যামসন, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, সার্দুল ঠাকুর/খলিল আহমেদ, যুজবেন্দ্র চাহল।
বিভাগ : খেলা
- নিখোঁজের ২০ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, দুইজন গ্রেপ্তার
- মাধবদীতে ৬০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
- নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস এ এবারও শতভাগ জিপিএসহ শতভাগ পাস
- আলোকবালীর বিএনপি নেতা কাইয়ুম সরকার বহিষ্কার
- জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব
- পলাশে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
- মাধবদী বাজারে আগুনে পুড়ল ৪০ দোকান
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা
- আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
- নরসিংদীতে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান
- নিখোঁজের ২০ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, দুইজন গ্রেপ্তার
- মাধবদীতে ৬০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
- নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস এ এবারও শতভাগ জিপিএসহ শতভাগ পাস
- আলোকবালীর বিএনপি নেতা কাইয়ুম সরকার বহিষ্কার
- জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব
- পলাশে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
- মাধবদী বাজারে আগুনে পুড়ল ৪০ দোকান
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা
- আমিরগঞ্জ ইউপি কার্যালয়ে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
- নরসিংদীতে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান