এবার ইরান বানাচ্ছে লেজার কামান!

১৮ নভেম্বর ২০১৯, ০২:০৫ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৪, ০৯:০৫ এএম


এবার ইরান বানাচ্ছে লেজার কামান!

টাইমস আন্তর্জাতিক ডেস্ক:

দিন দিন সামরিক শক্তিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান। আর এর অংশ হিসেবে দেশটির আকাশ প্রতিরক্ষায় বিপুলভাবে লেজার কামান তৈরির উদ্যোগ নিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানি সংবাদ মাধ্যম শনিবার দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল কাসেম তাকিযাদেহর বরাতে এ তথ্য জানায়।

এ ব্যাপারে জেনারেল তাকিযাদেহ জানান, এ লেজার কামানের প্রযুক্তি অর্জনের পেছনে কাজ করেছে; শত্রু পক্ষের ড্রোন ও ছোট ছোট আকাশযানের হুমকি থেকে দেশকে নিরাপদ রাখার বিষয়টি। গবেষণাগারে সফলভাবে এ প্রযুক্তির পরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে ইরান আকাশ প্রতিরক্ষায় এ প্রযুক্তি মোতায়েন করার জন্য লেজার কামানের গণহারে উৎপাদনের উদ্যোগ নিচ্ছে বলে জানান তাকিযাদেহ।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও