ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

২৪ অক্টোবর ২০২০, ০৫:৪১ পিএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৭ এএম


ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক:

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নী জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মন্ত্রী শনিবার (২৪ অক্টোবর) এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় মন্ত্রী আরো জানান, ব্যারিস্টার রফিক-উল হক এদেশের আইন অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠাসহ বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় তার অনবদ্য অবদান জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে। আইন পেশায় সাহসী ও দৃপ্ত পদচারণার পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ডে তিনি ছিলেন সমান অনুরাগী। তাঁর মতো প্রাজ্ঞ আইনজীবীর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও