কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও কর্তব্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে: প্রধানমন্ত্রী
২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৬ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৭:৪৭ এএম

সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মেরিন একাডেমির চট্টগ্রাম ক্যাম্পাসে ৫৫ তম ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।
প্রশিক্ষণার্থী ক্যাডেটদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, তোমরা নতুন জীবনে পদার্পণ করবে। সবাই যখন যে দেশে কাজ করবে, সে দেশের নিয়ম মেনে চলবে। শৃঙ্খলা মেনে চলবে, যাতে বাংলাদেশের মর্যাদা সমুন্নত হয়। নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও কর্তব্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।’
তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্মের কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়ন আমাদের লক্ষ্য। এখানে ট্রেনিংয়ের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এই একাডেমি থেকে ট্রেনিং নিয়ে দেশ-বিদেশের বিরাট দায়িত্ব পালন করতে যাচ্ছ। তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এটা বড় চ্যালেঞ্জিং পেশা।
প্রধানমন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশের নৌপথ আরও উন্নত ও সচল করে দিচ্ছি। যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য প্রসারে এটি অনেক কাজে লাগবে। তিনি আরও বলেন, করোনায় আমাদের সব স্থবির হয়ে গেছে। আমরা নানা উদ্যোগ নিয়ে মানুষকে সব ধরনের সহযোগিতা করেছি। সবার আগেই ভ্যাকসিন এনে দিচ্ছি। তারপরও সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে।
শেখ হাসিনা বলেন, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। জাতির পিতা পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে এসে একটা স্বাধীন রাষ্ট্রের কাঠামো গড়ে তুলেছিলেন। সংবিধান করে দেন। সমুদ্রসীমা আইনও করে দিয়ে গেছেন।
তিনি বলেন, আমরা সরকারে আসর পর মেরিন একাডেমির উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়েছি। ডিজিটালাইজড করার ব্যবস্থা করেছি। ২০১৯-২০ অর্থবছরে ১৬৫ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি। এই একাডেমিকে পূর্ণাঙ্গ রূপ দিতে যাচ্ছি, আন্তর্জাতিক মান বজায় রেখে যেন প্রশিক্ষণ দিতে পারে।
প্রসঙ্গত, প্রায় সাড়ে চার হাজার ক্যাডেট এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশে পেশাগত অবদান রাখছেন। আজ ৫৫ ব্যাচের ১৯২ ক্যাডেট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। মেরিন একাডেমির অ্যাডজুটেন্ট গোলাম মোস্তফা ৫৫তম ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটদের শপথ পড়ান। ক্যাপ্টেন ও চিফ ক্যাপ্টেনকে প্রধানমন্ত্রীর পক্ষে যথাক্রমে মেরিন একাডেমি পদক ও রাষ্ট্রপতি স্বর্ণপদক তুলে দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, নৌ পরিবহন সচিব মেসবাহ উদ্দিন আহমেদসহ সরকারের পদস্থ কর্মকর্তাগণ।
বিভাগ : বাংলাদেশ
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- শিবপুরে ১০২ পিছ ইয়াবাসহ ফল ব্যবসায়ী আটক
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- শিবপুরে ১০২ পিছ ইয়াবাসহ ফল ব্যবসায়ী আটক