নিজে নিজে ই জেনে নিন আপনি কোন কেন্দ্রের ভোটার

২৭ ডিসেম্বর ২০১৮, ০৪:২১ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০১:০৬ এএম


নিজে নিজে ই জেনে নিন আপনি কোন কেন্দ্রের ভোটার

আপনি কোন কেন্দ্রের ভোটার তা অনলাইনে জানতে চাইলে প্রথমেই services.nidw.gov.bd/voter_center এই ঠিকানায় প্রবেশ করুন।

উক্ত ফরমের প্রথম বক্সে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার লিখুন। যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নাম্বার লিখুন। দ্বিতীয় বক্সে আপনার জন্ম তারিখ লিখুন। এরপর ক্যাপচায় প্রদর্শিত ইংরেজি বর্ণ ও সংখ্যা গুলো তৃতীয় বক্সে লিখে ‘ভোটার তথ্য দেখুন’ ট্যাবে ক্লিক করুন।

সকল তথ্য সঠিক ভাবে দিয়ে ফরমটি পূরণ করে সাবমিট করার পর ফরমের নিচেই আপনি আপনার ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোট কেন্দ্র ও এনআইডি নাম্বার দেখতে পাবেন।