শিক্ষক ও ডাক্তারদের রাজনীতির বাইরে রাখতে হবে

৩০ জুন ২০১৯, ০২:৪৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪০ এএম


শিক্ষক ও ডাক্তারদের রাজনীতির বাইরে রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক:

সরকার এত টাকা দিচ্ছে, শিক্ষকদের বেতন বাড়াচ্ছে, এমপিওভুক্তি চাইলে দেয়া হচ্ছে কিন্তু শিক্ষার মান বাড়েনি। এছাড়া ডাক্তার ও শিক্ষকরা দলীয় রাজনীতিতেও জড়িত হয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ।

রোববার (৩০ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতিত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির উপর আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

ফিরোজ রশীদ আরও বলেন, যখন (ক্ষমতায়) বিএনপি আসবে তখন তাদের একটি দল, আওয়ামী লীগ আসলে একটা দল দলীয় রাজনীতির মহা উৎসব চালায়। কোনো লেখাপড়ার ধার ধারে না, কোনোটাতে রিসার্চ নাই, বইপত্র লেখা নাই, পড়ানোর ধার ধারে না, কিন্তু ওখানে বসে থাকবেন। তাদের কিছু বলা যাবে না।

‘শিক্ষক ও ডাক্তারদের রাজনীতির বাইরে রাখতে হবে। রাজনীতির বাইরে থাকলে কোনো সমস্যা থাকবে না। সারাদিন রাজনীতির চর্চা করে। রাজনীতি করা ভালো কিন্তু ক্লাসটা যদি নেন তাহলে এই অভিযোগ থাকে না।’


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও