দেশে এখন ১০ লাখ টন সার মজুদ রয়েছে: শিল্পমন্ত্রী
১৫ মে ২০২০, ১০:২৯ পিএম | আপডেট: ১০ মে ২০২৫, ০৮:০৫ পিএম

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস সঙ্কটে কৃষি উৎপাদন জোরদার করতে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বর্তমানে দেশে সাড়ে ১০ লাখ টন সার মজুদ রয়েছে বলে জানিয়ে কৃষকদের পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মে) শিল্প মন্ত্রণালয়ে এক সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিল্প মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থা ও শিল্প প্রতিষ্ঠানকে গতিশীলতার সঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) আওতাধীন সার কারখানা ও বাফার গোডাউনগুলোতে বর্তমানে ১০ লাখ টন সার মজুদ আছে। করোনা পরিস্থিতি কৃষিজ উৎপাদন বৃদ্ধিতে দেশের সর্বত্র কৃষকদের কাছে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিনিকলগুলোতে মজুদ চিনি দ্রুত বিক্রির ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন তিনি।
শিল্প সচিব আবদুল হালিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
কামাল মজুমদার বলেন, রাষ্ট্রায়ত্ব চিনিকলগুলোকে লাভজনক করতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনকে আরও তৎপর হতে হবে। চিনিকলগুলোর নিয়োগ প্রক্রিয়া নিয়েও নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, সুগার কর্পোরেশনের অনুমোদন ছাড়া কোন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক স্থায়ী বা অস্থায়ী কোনোভাবেই কাউকে নিয়োগ দিতে পারবেন না। চিনির উৎপাদন বাড়াতে উন্নত জাতের আখ উৎপাদন করতে হবে এবং আখ চাষিদের কাছ থেকে কেনা আখের সঠিক হিসাব সংরক্ষণ করতে হবে।
একই স্থানে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন)-এর অর্থায়নে কয়েকটি ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ এডিবল অয়েল কোম্পানি, টিকে গ্রুপ ও মেঘনা গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভোজ্যতেল প্রক্রিয়াজাতকরণ কারখানার শ্রমিক-কর্মচারিদের জন্য ৫০টি ইনফ্রারেড থার্মোমিটার, ২৫ হাজার প্রোটেকটিভ মাস্ক, ২৫ হাজার প্রোটেকটিভ গ্লাভস, ১২ হাজার হেড মাস্ক ও ১২৫ লিটার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। গেইনের কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে ছোটবড় ২৫টি ভোজ্যতেল প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মনোহরদীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- শিবপুরে জেল পলাতক একাধিক মামলার আসামী গ্রেপ্তার
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ
- গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে নরসিংদী প্রেসক্লাবের দুই সদস্য বহিষ্কার
- মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে চালক নিহত
- নরসিংদীতে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালাচ্ছিল ভুয়া পুলিশ
- মাধবদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ উত্তোলন
- রায়পুরায় দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত ১
- তামাকজাত দ্রব্যের মূল্য ও কর বৃদ্ধির জন্য ১৫০ চিকিৎসকের যৌথ বিবৃতি
- শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের
- মনোহরদীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- শিবপুরে জেল পলাতক একাধিক মামলার আসামী গ্রেপ্তার
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ
- গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে নরসিংদী প্রেসক্লাবের দুই সদস্য বহিষ্কার
- মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে চালক নিহত
- নরসিংদীতে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালাচ্ছিল ভুয়া পুলিশ
- মাধবদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ উত্তোলন
- রায়পুরায় দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত ১
- তামাকজাত দ্রব্যের মূল্য ও কর বৃদ্ধির জন্য ১৫০ চিকিৎসকের যৌথ বিবৃতি
- শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের