জার্মানিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া

১৭ আগস্ট ২০২০, ০৮:১১ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৮ এএম


জার্মানিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

জার্মানিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মোশাররফ হোসেন ভূঁইয়াকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মানির বর্তমান রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন। তিনি ২০২০ সালের ৩ জানুয়ারি সিনিয়র সচিব হিসেবে অবসর নিয়েছেন। অবসর নেওয়ার আগে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।


বিভাগ : বাংলাদেশ