জামিন পেলেন সাংবাদিক শামসুজ্জামান শামস

০৩ এপ্রিল ২০২৩, ০৩:৩৭ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৬ এএম


জামিন পেলেন সাংবাদিক শামসুজ্জামান শামস

টাইমস ডেস্ক:

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন। পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত তাঁর এই জামিন বহাল থাকবে বলে জানিয়েছেন আদালত।

সোমবার (৩ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

সোমবার সকালে শামসুজ্জামানের জামিন চেয়ে সিএমএম আদালতে আবেদন করেন তাঁর আইনজীবী। এর আগে গত বৃহস্পতিবার তাঁর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান আদালত।

স্বাধীনতা দিবস নিয়ে প্রথম আলোর একটি প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে এক আইনজীবী রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এই মামলায় প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জানামানের পাশাপাশি প্রধান আসামি করা হয় সম্পাদক মতিউর রহমানকেও। এর আগে রোববার ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। 

এদিকে একই আইনে তেজগাঁও থানায়ও শামসুজ্জানামানের বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও