প্রযুক্তির যুগে বিলিন ঈদ কার্ডের প্রচলন

৩০ মে ২০১৯, ০৩:৫০ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৩ পিএম


প্রযুক্তির যুগে বিলিন ঈদ কার্ডের প্রচলন
ঈদ কার্ড

নিজস্ব প্রতিবেদক:

একটা সময় ঈদ কার্ড ছাড়া, ঈদ উৎসব? ভাবাই যেতো না। প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাতে নিজ হাতে, সযত্নে কাগজ আর বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হতো ঈদ কার্ড। তৈরি করতে না পারলে মার্কেটে গিয়ে ব্যতিক্রমী ও আকর্ষণীয় কার্ড বাছাই করতে হতো দীর্ঘ সময় ব্যয়ে।

 প্রযুক্তির এই যুগে একটা এসএমএস বা স্ক্রিন শট দিয়ে বিনিময় হয়ে যাচ্ছে ঈদ শুভেচ্ছা। কিন্তু এতে কতটুকু আছে সেই আগের মতো আন্তরিকতা?

একটা সময় ছিলো ঈদ এলেই ঈদ কার্ড কেনার ধুম পড়তো। ঈদের আনন্দ, উচ্ছ্বাস আর অনুভূতি প্রকাশের বড় মাধ্যম ছিল এটি।

অনেকেই নিজ হাতে সযত্নে কাগজ আর বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করতেন ঈদ কার্ড।



একসময় ঈদকার্ডের ব্যবসাও ছিল জমজমাট। কিন্তু সময়ের সাথে বদলেছে মানুষের রুচি। শুভেচ্ছা বিনিময়ের ধরনেও এসেছে আমূল পরিবর্তন। এখন ঈদ আনন্দ ভাগাভাগির অন্যতম মাধ্যম, ফেসবুক, টুইটার, ই-মেইল, এসএমএস সহ প্রযুক্তির বিভিন্ন মাধ্যম।

ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য কার্ড বা ইন্টারনেট মাধ্যম যাই হোক; ঈদের আনন্দ ভাগাভাগি করাই হলো মূল কথা। ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে, দূর হোক ধনী-গরিবের ভেদাভেদ, এই প্রত্যাশা।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও