হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমীর ইন্তেকাল

১৩ ডিসেম্বর ২০২০, ০২:৫৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪, ০৪:১৮ এএম


হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:

হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি অবস্থায় রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক।

নূর হোসাইন কাসেমীর শ্বাসকষ্টজনিত জটিলতা হওয়ায় ১ ডিসেম্বর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে নূর হোসাইন কাসেমী সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করেন। নতুন কমিটিতে তিনি মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি ঢাকা জামিয়া মাদানীয়া বারিধারার প্রতিষ্ঠাতা-পরিচালক।


বিভাগ : বাংলাদেশ