আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ এএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ১১:২২ এএম


আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
পুরনো ছবি

টাইমস ডেস্ক:

আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৪। বিকাল তিনটায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মুখর হবে পাঠক-লেখকের পদচারণায়।

গতকাল বুধবার স্টলগুলোর চূড়ান্ত প্রস্তুতির কাজ করা হয়েছে। বেশিরভাগে রং আর নকশার কাজ চলে। তবে এবার তাড়াহুড়ো করে কাজ করতে হয়েছে বলে জানান প্রকাশনা সংশ্লিষ্টরা। তাঁরা বলেন, স্টল বরাদ্দের পর নির্মাণকাজে কম সময় পেয়েছেন তারা।

মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় থাকছে। বুধবার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, বইমেলায় নাশকতা ও জঙ্গি তৎপরতার আগের ঘটনা মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই।

বইমেলায় নারী ও শিশুদের জন্য রাখা হয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার। ৬৩৫টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ৯৩৭টি স্টল। প্যাভিলিয়ন থাকছে ১৩৭টি। পাঠক-দর্শণার্থী প্রবেশে থাকছে ৮টি গেট।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও