পলাশে আনসারুল্লাহ বাংলা টিম এর দুই সদস্য গ্রেপ্তার
১৬ মার্চ ২০১৯, ০৮:৩৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৬ মার্চ) ভোরে উপজেলার পলাশ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ল্যাপটপসহ বিপুল পরিমানের উগ্রবাদী বই ও জঙ্গিবাদী লিফলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুরের কাপাসিয়া এলাকার মো. শিহাব উদ্দিন ওরফে সৌরভ (২৪) ও বরিশালের উজিড়পুর এলাকার মাহাদী হাসান ওরফে মেহেদী হাসান ওরফে রাশেদুল ইসলাম ওরফে রাসেদ।
র্যাব-১১ কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মো. শিহাব উদ্দিন ওরফে সৌরভ নরসিংদীর পলাশে একটি বেসরকারী কোম্পানীতে ম্যাকানিকাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত। ২০১৩ সালে অধ্যয়নরত অবস্থায় জসিম উদ্দীন রাহমানির লেকচার শুনে উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়। মূলত ২০১৪ সালের দিকে সে ফেসবুকে আফগানিস্তান ও সিরিয়াসহ মুসলমানদের উপর বিভিন্ন হামলার চিত্র দেখে তার মধ্যে উগ্রবাদী চেতনা আরো বেশি প্রকট হয়। পরবর্তিতে কথিত বড় ভাইয়ের মাধ্যমে ২০১৬ সালে আনসার আল ইসলামের (আনসারুল¬াহ বাংলা টিম) যোগদান করে।
২০১৮ সালে নরসিংদীর পলাশে একটি বেসরকারী কোম্পানীতে চাকুরী করাকালীন আনসার আল ইসলামের কয়েকটি সেলের সমন্বয়কের দায়িত্ব পায়। সংগঠনের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য অসংখ্য ভূয়া ফেইসবুক আইডি, টেলিগ্রাম, প্রটেকটেড টেক্ট, টর ব্রাউজার ইত্যাদি এ্যাপস্ ব্যবহার করত। সে অনলাইনে আনোয়ার আল আওলাকি, আব্দুল¬াহ আয্যাম, জসিম উদ্দীন রাহমানিসহ বিশ্বের বিভিন্ন উগ্রবাদী লেখকদের লেখাগুলো সম্পর্কে ব্যাপক ষ্টাডি করে নিজেই উগ্রবাদী নোটসীট তৈরি করে তার নিজস্ব কম্পিউটার ও প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে সংগঠনের সদস্যদের কাছে বিতরণ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেছে র্যাব।
তাঁর বরাত দিয়ে র্যাব আরো জানায়, তার নেতৃত্বে পলাশে আনসার আল ইসলামের বিভিন্ন গোপন বৈঠক অনুষ্ঠিত হত। সেখানে মিলিত হওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে সংগঠনের সদস্যরা আসতো। তার মাধ্যমে মাহাদী হাসান গত ৪ মাস আগে আনসার আল ইসলামে যোগদান করে। মাহাদী মূলত আনসার আল ইসলামের দাওয়াত পাওয়ার পরে ফেইসবুকের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী মতবাদ প্রচার ও দাওয়াতী কাজ করত।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক মো. আলেপ উদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া দুই জঙ্গির বিরুদ্ধে পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- রায়পুরায় দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত