শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন রাজীব মণি দাস

২২ নভেম্বর ২০২৩, ০৫:৩১ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম


শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন রাজীব মণি দাস

নিজস্ব প্রতিবেদক:
শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ডে-২০২২ ভূষিত হলেন নাট্যকার রাজীব মণি দাস। শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উদ্দ্যেগে শনিবার হোটেল অরনেট, বিজয়নগর এর বিলনায়তনে জমকালো আয়োজনে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে তাকে পুরস্কার দেয়া হয়।

এ সময় রাজীব মণি দাসের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক সবিচ ও বিটিআরটিসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এম শফিক উদ্দিন অপু।

রাজীব মণি দাস এ পর্যন্ত প্রায় একশত একক নাটকের পাশাপাশি ১৩টি ধারাবাহিক নাটক লিখেছেন। তার লেখা গানের সংখ্যা প্রায় ৩০টি। এ পর্যন্ত উপন্যাস লিখেছেন ৪টি । এ পর্যন্ত ২০টির অধিক বিজ্ঞাপনের পান্ডুলিপি তৈরি ও নির্মাণ করেছেন।

সংস্কৃতিতে অবদানস্বরূপ রাজীব মণি দাস আরও যে সকল অ্যাওয়ার্ড পেয়েছেন তার মধ্যে অন্যতম হলো- বাবিসাস অ্যাওয়ার্ড-২০২২, শেরে বাংলা এ কে ফজলুল হক স্বর্ণ পদক-২০২১, বেগম রোকেয়া সম্মাননা স্মৃতি পদক-২০২০, পল্লীকবি জসীম উদ্দিন স্মৃতি পদক-২০১৮, এজেএফবি অ্যাওয়ার্ড-২০১৯, প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্বর্ণ পদক-২০১৫, সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি পদক-২০১৪, মাদার তেরেসা স্মারক সম্মাননা-২০১৩, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্মাননা-২০১৩।

সম্মাননা প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন, ‘কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা সবাই দোয়া ও আশীর্বাদ করবেন যাতে সামনের দিনগুলোতে আরো ভালো নাটক, গান, উপন্যাস পাঠক-দর্শকদের উপহার দিতে পারি।’বর্তমান কাজের ব্যস্ততা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সামনে ৫টি একক নাটক, ১টি ধারাবাহিক নাটক এবং সবুজ ছায়া গ্রুপের ২টি বিজ্ঞাপনের কাজ হাতে রয়েছে।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও