সারাদেশের অসচ্ছল ৫ হাজার শিল্পী ও সংস্কৃতিসেবীদের সহায়তার উদ্যোগ

১৪ মে ২০২০, ১২:১১ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ০৪:০৮ পিএম


সারাদেশের অসচ্ছল ৫ হাজার শিল্পী ও সংস্কৃতিসেবীদের সহায়তার উদ্যোগ
ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) এর আক্রান্তের বিস্তার রোধে দেশব্যাপী লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া সারাদেশের প্রায় পাঁচ হাজার অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহযোগিতা প্রদানের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসন এবং জেলা কালচারাল অফিসারের সহযোগিতায় মাঠ পর্যায় হতে এবং ঢাকা মহানগর এলাকার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে এসব অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও