আওয়ামী লীগের নামে ফেইসবুকে ভুয়া পেইজ, সতর্কতা

২৮ এপ্রিল ২০২০, ১১:৪০ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৩২ পিএম


আওয়ামী লীগের নামে ফেইসবুকে ভুয়া পেইজ, সতর্কতা
ছবি: প্রতীকী

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

আওয়ামী লীগের নামে ফেইসবুকে ভুয়া পেইজ খুলে সেখান থেকে নানা ধরনের গুজব ও মিথ্যা-বানোয়াট এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে বলে সতর্ক করেছে দলটি। আওয়ামী লীগের নামে থাকা এসব পেইজ পরিচালক-অ্যাডমিনদের পেইজগুলোকে অবিলম্বে বন্ধ করতে অনুরোধ জানানো হয়েছে। নইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আমরা গত কিছু দিন ধরেই অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বাংলাদেশ আওয়ামী লীগ-এর নামে কিছু ফেইক ফেসবুক একাউন্ট/পেইজ পরিচালিত হচ্ছে এবং সেই পেইজগুলো থেকে নানা রকম গুজব এবং মিথ্যা-বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য/সংবাদ প্রচার করা হচ্ছে। আমরা পেইজগুলোকে অবিলম্বে বন্ধ করতে অনুরোধ করছি। অন্যথায় আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।

সোশাল মিডিয়ায় আওয়ামী লীগের অফিসিয়াল পাতা ও একাউন্টের ঠিকানাও দেন বিপ্লব বড়ুয়া, এর বাইরে থাকা পাতা কিংবা একাউন্ট ভুয়া বলে জানান তিনি।

আওয়ামী লীগের অফিসিয়াল ফেইসবুক পাতার ঠিকানা হল www.facebook.com/awamileague.1949/, টুইটার একাউন্ট হল twitter.com/albd1971, ইউটিউব চ্যানেল হল www.youtube.com/user/myalbd।

এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন বিভাগের কয়েকটি ফেইসবুক পেইজ রয়েছে। এগুলো হল- আওয়ামী লীগের ডাটাবেজ টিম থেকে পরিচালিত www.facebook.com/awamileague/(albd.org), দপ্তর বিভাগ থেকে পরিচালিত www.facebook.com/Bangladesh-Awami-League-Office-Cell, তথ্য ও গবেষণা বিভাগ থেকে পরিচালিত www.facebook.com/iralbd (Bangladesh Awami League Information & Research Division), বন ও পরিবেশ উপ-কমিটি থেকে পরিচালিত www.facebook.com/eb I cwi‡ek Dc-KwgwU, evsjv‡`k AvIqvgx jxM।



এই বিভাগের আরও