১৭ জুন নরসিংদী চেম্বার অব কমার্সের নির্বাচন
১৫ জুন ২০১৯, ০৮:৩৮ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১১:৪২ পিএম

তৌহিদুর রহমান ॥
শেষ মূহুর্তে জমে উঠেছে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ৭তম নির্বাচনের প্রচারনা। চেম্বার এর নির্বাচনী লড়াই নিয়ে চলছে বেশ আলোচনা। শেষ মুহুর্তে ভোটারদের মনজয় করতে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। অপরদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
চেম্বার অব কমার্স নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও চলছে বিচার বিশ্লেষণ। আগামী ১৭ জুন সোমবার বিয়াম জিলা স্কুলে অনুষ্ঠিত হবে নরসিংদী চেম্বার অব কমার্সের ৭তম সংসদের নির্বাচন।
নির্বাচনে সাধারণ শ্রেণির পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন প্রার্থী, নির্বাচিত হবেন ১২ জন। সহযোগী শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন, নির্বাচিত হবেন ৬ জন। আলী হোসেন হোসেন শিশির এর নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ ও একে ফজলুল হক এর নেতৃত্বে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ এর মোট ২১ জন পরিচালক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদে আছেন আলী হোসেন শিশির, মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, আল মুজাহিদ হোসেন তুষার, আল আমিন রহমান, মো: মমিন মিয়া, পরেশ সূত্রধর, মো: নাজিম উদ্দিন ভুঁইয়া রিপন, মোঃ আব্দুল কাইউম মোল্লা, মোতালেব হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মো: নাজমুল হক ভুঁইয়া, মোঃ কাজিম উদ্দিন।
অপরদিকে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ এ রয়েছেন একে ফজলুল হক, রাসেল বিন হাসানাত, আশরাফ উদ্দিন পাঠান, রাশেদুল হাসান রিন্টু, জিয়াউর রহমান, ইরতাজুল ইসলাম তৌহিদ, কাজী মোঃ সোহেল, কেএইচ খলিলুর রহমান আপেল, আশরাফ উদ্দিন পাঠান আসাদ ও মোঃ কাইয়ুম মোল্লা।
সহযোগী শ্রেণিতে প্যানেল গঠন করে নির্বাচন করছেন জাকির হোসেন, মোঃ নুরে আলম সিদ্দিকি, সাইফুল ইসলাম জাহিদ, শহিদুল ইসলাম পলাশ, মোঃ আনিসুর রহমান ভুঁইয়া ও মোঃ হাসিব আহমেদ মোল্লা। স্বতন্ত্র নির্বাচন করছেন সুলতান খান ও তৌহিদুর রহমান তৌকির।
এবার এ নির্বাচন নিয়ে নরসিংদী জেলাজুড়ে বিভিন্ন মহলে বেশ আলোচনা চলছে, চলছে বিচার বিশ্লেষণ।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নেতা আলী হোসেন নির্বাচন প্রস্তুতিতে সন্তোষ জানিয়ে বলেন, নির্বাচনে ব্যবসায়ীরা যেন স্বতর্স্ফুতভাবে সুন্দর, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে দাবী করছি। ব্যবসায়ীরা যাকে নেতা নির্বাচিত করবে তাকেই আমরা সমর্থন দিব। দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় এই নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের প্রত্যাশা বেশী। নির্বাচনে আমাদের পূর্ণ প্যানেল জয়ী হবে বলে আমরা আশা রাখি।
অপরদিকে নিজেদেও প্যানেল নিয়ে জয়ী হবেন বলে শতভাগ আশাবাদী স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ। এ পরিষদ এর নেতা নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট একে ফজুলুল হক জানান, ব্যবসায়ীদের ব্যাপক সাড়া পাচ্ছি আমরা। আশা করি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ পেলে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করবে।
এদিকে দুই শক্তিশালী পরিষদের অংশগ্রহণে এবারের নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানভীর মোহাম্মদ আজিম, উপজেলা নির্বাচন কর্মকতা আব্দুল আজিজ। আগামী ১৭ জুন নরসিংদী বিয়াম জিলা স্কুলে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- ঘুমন্ত স্ত্রী-সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৬
- নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
- নরসিংদীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ
- শিবপুরে বেগম খালেদা জিয়া ও মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের ২ নেতার পদত্যাগ
- শিবপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত
- আলোকবালীতে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- ঘুমন্ত স্ত্রী-সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৬
- নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
- নরসিংদীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ
- শিবপুরে বেগম খালেদা জিয়া ও মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের ২ নেতার পদত্যাগ
- শিবপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত
- আলোকবালীতে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
- নরসিংদী সরকারি কলেজের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ