নরসিংদীতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ

২২ জুলাই ২০২৫, ০৩:২৯ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৪:১৫ এএম


নরসিংদীতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ও শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নরসিংদী সরকারি কলেজ সংলগ্ন পৌর পার্ক হতে বিক্ষোভ মিছিলটি বের হয়।

এতে নরসিংদী সরকারি কলেজসহ বিভিন্ন বেসরকারি কলেজ এর শিক্ষার্থীরা অংশ নেয়। 

পরে মিছিলটি কলেজ রোড, উপজেলা মোড়, কোর্ট রোড হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।



এই বিভাগের আরও