নরসিংদীতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি তদারকি করছে পুলিশ

০১ জুন ২০২০, ০১:২৪ পিএম | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪, ০৬:১০ এএম


নরসিংদীতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি তদারকি করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে সরকারি নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে যাত্রীসেবা পরিচালিত হচ্ছে কী না তা তদারকি করতে মাঠে নেমেছে জেলা পুলিশ। সোমবার (০১ জুন) সকালে নরসিংদী আন্ত:জেলা বাসটার্মিনাল পরিদর্শন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

এসময় তিনি বাস মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যাত্রী পরিবহনে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন। এসময় তিনি ঢাকাগামী যাত্রীদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী আন্তজেলা বাস-মালিক সমিতির সভাপতি এইচ এম জাহাঙ্গীর সহ মালিক সমিতির নেতৃবৃন্দ ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
এসময় বাস চালক ও হেলপারদের মধ্যে ১২শত মাস্ক ও ২শত হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করে জেলা পুলিশ।